চারঘাটে ভারতীয় ফেনসিডিল জব্দ

রাজশাহীর চারঘাট উপজেলার মোক্তারপুর বালুরঘাট এলাকা থেকে ১৮৫ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে বিজিবি। আজ মঙ্গলবার সকালে বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ থ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ইউসুফপুর বিওপি’র হাবিলদার ওমর ফারুকের নেতৃত্বে টহল পরিচালনা করা হয়। এসময় ১৮৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৭৫ হাজার ২০ টাকা। টহল দলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় জড়িতরা।
আরপি/আআ
বিষয়: বিজ্ঞপ্তি বিজিবি ফেনসিডিল জব্দ
আপনার মূল্যবান মতামত দিন: