রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

রাজশাহীতে ধসে পড়ল চারতলা ভবন


প্রকাশিত:
২০ জুন ২০২১ ২৩:১৮

আপডেট:
২১ জুন ২০২১ ০০:০৮

ছবি: ধসে পড়া ভবন

রাজশাহীতে ধসে পড়েছে চারতলা ভবন। রোববার বেলা ৩টার দিকে নগরীর কয়েরদারা খ্রিস্টান পাড়ায় নির্মাণাধীন এই চারতলা ভবন ধসে পড়ে। তবে এতে কেউ হতাহত না হলেও ভবনটি নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হচ্ছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

তারা জানায়, ভবনটি কয়েরদারা খ্রিস্টান পাড়ার মৃত্যু আক্তারুজ্জামান বাবলুর। ভবনে কোন লোকজন না থাকলেও ৩টি কার ও ২টি ভ্যান ছিল। সেগুলো ভবনের নিচে চাপা পড়ে আছে।

দমকল কর্মীরা জানায়, খবর পেয়ে তারা দ্রুত সেখানে উপস্থিত হই। আমার গিয়ে সেখানে পরীক্ষা নিরিক্ষা করে দেখেছি। কোন মানুষ সেখানে চাপা পড়েনি। তবে ভবনটি নির্মাণে প্ল্যান্ট ছাড়াই নিম্নমানের সাম্রগী ব্যবহার করা হয়েছে।

 

 

আরপি/এসআর-১১



আপনার মূল্যবান মতামত দিন:

Top