রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১

রাজশাহীতে কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্য গ্রেপ্তার


প্রকাশিত:
১৯ জুন ২০২১ ০২:১৫

আপডেট:
১৯ জুন ২০২১ ০২:২২

ছবি: গ্রেপ্তারকৃতরা

রাজশাহীর গোদাগাড়ীতে বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার অপরাধে কিশোর গ্যাং গ্রুপের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ।

শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, গোদাগাড়ী পৌর এলাকার লালবাগ হেলিপ্যাড গ্রামের মোফাজ্জলের ছেলে কলেজ ছাত্র সুমন (২০), শ্রীমন্তপুর গ্রামের সাজ্জাদ আলীর ছেলে কাঠমিন্ত্রী সানাউল্লাহ, ভগবন্তপুর হাটপাড়া গ্রামের নাজমুল ইসলামের ছেলে ও মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অফিস সহকারী আমিনুল ইসলাম আমিন (৩০) সারাংপুর গ্রামের বাবলুর ছেলে রানা আহমেদ (১৭) এবং এক এলাকার আফতাব আলীর ছেলে তসিব (১৭)।

গ্রেপ্তারের বিষয়টি গোদাগাড়ী মডেল থানার ওসি মো: কামরুল ইসলাম নিশ্চিত করে বলেন, পুলিশের কাছে তথ্য ছিলো দীর্ঘদিন হতে গ্রেফতারকৃতদের একটি সংঘবদ্ধ চক্র ছিনতাই, ইভটিজিং সহনানান অপরাধে যুক্তথেকে অপরাধ সংঘটিত করে আসছিলো। এলাকায় খোজ খবর নিয়ে পুলিশ জানতে পারে তারা এই ধরনের অপরাধের সাথে যুক্ত। তাই এই অপরাধের প্রতিরোধ মূলক ব্যবস্থা গ্রাহণের জন্য তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তা জানান ওসি।

আরপি/ এসআই



আপনার মূল্যবান মতামত দিন:

Top