রাজশাহী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০

রাজশাহী থেকে ২৪ জুন পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ 


প্রকাশিত:
১৮ জুন ২০২১ ০৩:২৭

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ১৭:০৪

ছবি: রাজশাহী রেলওয়ে স্টেশন

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজশাহী থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রাখার সময়সীমা ২৪ জুন মধ্য রাত পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুন) বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের দফরের ট্রাফিক ট্রান্সপোর্টেশন শাখা থেকে এ নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, করোনা মহামারির কারণে ২৪ জুন দিবাগত রাত ১২টা পর্যন্ত রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে পদ্মা এক্সপ্রেস ও বনলতা এক্সপ্রেস, রাজশাহী-চিলহাটি-রাজশাহী রুটে তিতুমীর এক্সপ্রেস, রাজশাহী-বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম-রাজশাহী রুটে বাংলাবান্ধা এক্সপ্রেস, ঢালারচর-রাজশাহী-ঢালারচর রুটে ঢালারচর এক্সপ্রেস, খুলনা-চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর-খুলনা রুটে মহানন্দা এক্সপ্রেস, পার্বতীপুর-রাজশাহী-পার্বতীপুর রুটে উত্তরা এক্সপ্রেস ট্রেনের চলাচল চলাচল বাতিল করা হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (পরিচালন) শাহাদাত আলী সরদার বলেন, করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে রাজশাহী থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল করবে। আগে জারি করা নির্দেশনার আলোকে আজ নির্দেশনা জারি করা হয়েছে।

এর আগে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের দফতর গত ১১ জুন থেকে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ হয়ে চলাচলকারী সব ধরনের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। এর মেয়াদ ছিল ১৭ জুন মধ্যরাত পর্যন্ত। কিন্তু দুই জেলায় লকডাউনের মেয়াদ বাড়ায় যাত্রীবাহী ট্রেন বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হলো।

এদিকে, ২৪ জুন দিবাগত রাত ১২টা পর্যন্ত কয়েকটি ট্রেনের রুট সংক্ষিপ্তকরণ করা হয়েছে। এর মধ্যে রাজশাহী-খুলনা-রাজশাহী রুটের সাগরদাঁড়ি এক্সপ্রেস ঈশ্বরদী-খুলনা-ঈশ্বরদী রুটে চলবে। রাজশাহী-ভাঙ্গা- রাজশাহী রুটের মধুমতি এক্সপ্রেস ঈশ্বরদী-ভাঙ্গা-ঈশ্বরদী রুটে চলবে। চিলাহাটি-রাজশাহী-চিলাহাটি রুটের বরেন্দ্র এক্সপ্রেস চিলাহাটি-আব্দুলপুর-চিলাহাটি রুটে চলবে। রাজশাহী-গোবরা-রাজশাহী রুটের টুঙ্গিপাড়া এক্সপ্রেস ঈশ্বরদী-গোবরা-ঈশ্বরদী রুটে চলবে।

আরপি/এসআই



আপনার মূল্যবান মতামত দিন:

Top