দুর্গাপুরে নারী নির্যাতন প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহীর দুর্গাপুরে সরকারের স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় বাল্যবিবাহ, যৌতুক এবং নারী নির্যাতন প্রতিরোধে প্রচারকার্য পরিচালনায় মাঠকর্মী ও স্থানীয় নেতৃবৃন্দের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা সমাজ কল্যাণ কমিটির বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগ ও জাপান বাংলাদেশ ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) আর্থিক সহায়তায় এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত দিনব্যাপী এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মহসীন মৃধা।
এর আগে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম। তথ্যাজ্ঞ ব্যাক্তিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শুভ দেবনাথ, সমাজ সেবা অফিসার মোস্তাকিন ইসলাম সহ অন্যান্য ব্যাক্তিবর্গ। প্রশিক্ষণ কর্মশালা সঞ্চালনা করেন, ইউডিএফ শাহ মোঃ জাকিউল বারী।
আরপি/এসআর-১৫
আপনার মূল্যবান মতামত দিন: