রাজশাহী রবিবার, ১১ই জানুয়ারী ২০২৬, ২৯শে পৌষ ১৪৩২

বাঘায় বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু


প্রকাশিত:
১৬ জুন ২০২১ ২০:২৬

আপডেট:
১১ জানুয়ারী ২০২৬ ২১:১৭

প্রতীকী ছবি

রাজশাহীর বাঘায় বিদ্যুৎস্পৃষ্টে উপজেলার বাউসা ইউনিয়নের ধনদহ বিনিময় পাড়ার আব্দুর রাজ্জাক (৪৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫জুন) রাত ৮ টায় তার নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক গ্রামের মৃত অলিম উদ্দিনের ছেলে। পেশায় ব্যবসায়ী ছিলেন আব্দুর রাজ্জাক।

নিহতের ছোট ভাই সাগর জানান, বিদ্যুতের সুইচ বন্ধ না করেই ঘরের সিলিং ফ্যান খুলছিল। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে ঘরের মেঝেতে পড়ে ছিল। পরে আমার স্ত্রী রেখা বিষয়টি দেখে গ্রামের চিকিৎসককে বাড়িতে ডাকার পর সেই চিকিৎসক মারা যাওয়ার কথা জানান।।

এরপরেও রাত পৌনে ৯ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শারমিন আক্তার।

 

 

আরপি/এসআর-০৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top