রাজশাহী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০

রাজশাহীতে গ্রেপ্তারকৃত আসামীদের জন্য তিনটি গাড়ির উদ্ধোধন


প্রকাশিত:
১৬ জুন ২০২১ ০৪:৩৫

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ০০:০৪

রাজশাহীর বিভিন্ন থানায় গ্রেপ্তারকৃত আসামী আদালতে প্রেরণ করার জন্য পৃথক তিনটি গাড়ির উদ্বোধন করেন পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বিপিএম।

মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে রাজশাহী পুলিশ লাইন্সে আনুষ্ঠানিক ভাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে থানা থেকে আসামীদের বিজ্ঞ আদালতে আনায়নের কার্যক্রম সহজীকরণের লক্ষ্যে নির্ধারিত তিনটি গাড়ির শুভ উদ্বোধন করেন রাজশাহী জেলার পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বিপিএম (বার)।

পুলিশ সুপারের সার্বিক পরিকল্পনা ও দিকনির্দেশনায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আসামীদের আনায়নের জন্য নির্ধারিত গাড়ির কার্যক্রম চালু হওয়ায় রাজশাহীর আটটি থানায় গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে আনায়নের কাজটি সহজ ও দ্রুততর হবে। এ সময় জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

আরপি/ এস



আপনার মূল্যবান মতামত দিন:

Top