বাঘায় অস্ত্রসহ আটক দুই

রাজশাহীর বাঘা উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই ব্যক্তিকে আটক করেছে র্যাব। মঙ্গলবার ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার নওশারা হবির চর গ্রামে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। র্যাব-৫ এর নাটোর ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়।
আটক দুইজন হলেন- করারী নওশারা হবির চর গ্রামের খোরশেদ মণ্ডলের ছেলে একরামুল মন্ডল (৩২) ও একই গ্রামের উম্মত মণ্ডলের ছেলে সাহাজুল মন্ডল (২৫)। র্যাব বলছে, এরা সন্ত্রাসী।
দুপুরে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক দুইজনের কাছ থেকে একটি বিদেশী পিস্ত, একটি ম্যাগাজিন ও একটি হাসুয়া জব্দ করা হয়েছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
আরপি/এসআর-০৭
আপনার মূল্যবান মতামত দিন: