রাজশাহী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৮ই বৈশাখ ১৪৩১

করোনা প্রতিরোধে মোহনপুরে জনসচেতনতা মূলক প্রদর্শনী


প্রকাশিত:
১৫ জুন ২০২১ ০২:২৩

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ০৭:১৫

ছবি: জনসচেতনতা মূলক প্রদর্শনী

“মানতে হবে স্বাস্থ্যবিধির উপদেশ, তবেই করোনা মুক্ত হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে ৪র্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচি’র (এইচ পি এন এস পি) আওতায় স্বাস্থ্য অধিদপ্তরাধীন স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর লাইফস্টাইল, হেলথ এন্ড প্রমোশন কার্যক্রমের স্বাস্থ্য শিক্ষা সেবা প্যাকেজে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

সূত্রে জানা যায়, দেশের ৬৪ জেলার ১২৮ টি উপজেলার সাধারণ মানুষকে সচেতন করতে লোকগান, নাটিকা, বিজ্ঞাপন ও ক্যারাভ্যান প্রদর্শনী সহ বিভিন্ন প্রচারনা মূলক কার্যক্রম শুরু হয়েছে। সেই লক্ষে সোমবার দিনব্যাপী রাজশাহীর জেলার মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে জনসচেতনতা মূলক লোকগান, নাটিকা এবং স্বাস্থ্যবিধি সহ বিভিন্ন বিষয়ে প্রদর্শনী ভিত্তিক প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ডাঃ ইসমাইল হোসেন খান।

এ সময় উপস্থিত ছিলেন ডাঃ মোঃ হাসানুল জাহিদ ডাঃ শারমিন শওকত,ডাঃ তৌহিদ হোসেন, ডাঃ নাফিজ ইমতিয়াজ। এছাড়াও সেবিকা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার মোহনপুর থানার মোড়, কেশরহাট পৌর বাজার, কামারপাড়া বাজার, জাহানাবাদ বাজার, পাকুড়িয়া বাজার, প্রদর্শনী ভিত্তিক প্রচারণা কার্যক্রম চালানো হয়। 

 

 

আরপি/এসআর-০৯



আপনার মূল্যবান মতামত দিন:

Top