বাঘায় আগুনে পুড়ে ৩ লাখ টাকার ক্ষতি

রাজশাহীর বাঘায় আগুনে পুড়ে নগদ টাকাসহ প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। শনিবার সন্ধ্যা সোয়া ৭ টার দিকে বাউসা হাটপাড়া গ্রামের মানিকের বাড়িতে অগ্নিকান্ডের এই ঘটনা ঘটে। মানিক কারিগর উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা হাটপাড়া গ্রামের মৃত ময়েজ কারিগরের ছেলে। বাঘা ফায়ার সার্ভিসের দল সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
বাঘা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন মাষ্টার আবুল কাশেম জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়।
বাড়ির মালিক মানিক কারিগর জানান, আগুনে নগদ ৬০ হাজার টাকা ও ১টি শয়ন ঘরসহ আসবাবপত্র এবং গোয়াল ঘর পুড়ে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান শফিক জানান, রাতেই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি উপজেলা নিবার্হী কর্মকর্তা পাপিয়া সুলতানাকে বিষয়টি অবগত করেছি ।
আরপি/এসআর-০৫
বিষয়: আগুনে পুড়ে বাঘা
আপনার মূল্যবান মতামত দিন: