বাঘায় বিদ্যুৎস্পর্শে নির্মাণ শ্রমিকের মৃত্যু

রাজশাহীর বাঘায় বিদ্যুৎ স্পর্শে মেহেদী হাসান ওরফে অপু (১৯) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১২জুন) সকাল সাড়ে ৯টায় দিকে বাঘা উপজেলার বেংগাড়ি গ্রামে বিদ্যুৎ স্পর্শের এই ঘটনা ঘটে। সে বাঘা উপজেলার পাশের লালপুর উপজেলার বাকনা গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
নিহতের চাচাতো ভাই হামিদুল ইসলাম জানান, মেহেদী হাসান নির্মাণ শ্রমিকের কাজে বেংগাড়ি গ্রামে আনার আলীর বাড়িতে নতুন দালান ঘরের ছাদের সাটারিং খোলার কাজে গিয়েছিলেন। সেই ঘরের ছাদের সাটারিং খোলার সময় পাঁ ফসকে পূর্বদিকে থাকা বিদ্যুৎতের লাইনে হাত পড়ে আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরপি/ এসআই
আপনার মূল্যবান মতামত দিন: