রাজশাহী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০

বাঘায় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত


প্রকাশিত:
২ জুন ২০২১ ০০:৫৫

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ১৭:০৪

ছবি: অবহিতকরণ সভা

রাজশাহীর বাঘায় জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

আয়োজিত সভায় সামাজিক দুরুত্ব বজায় রেখে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রাসেদ আহম্মেদ। প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাভলু ও বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইমন আহম্মেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন ডা.জান্নাতুল নাহার সম্পা, স্বাস্থ্য পরির্দশক আব্দুল খালেক প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, উপজেলায় ১৪৫টি কেন্দ্র স্থাপনের করে ২৩ হাজর ৫‘শ ৯৮ জন শিশুকে ভিটামিন এ-প্লাস খাওয়ানো হবে। আগামী ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত এই সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।

 

 

আরপি/এসআর-১৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top