রাজশাহীতে মাদক ও অর্থসহ আটক ২

রাজশাহীর বাঘায় হিরোইন,ইয়াবা ও নগদ টাকাসহ দুইজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১ জুন) সকালে উপজেলার আলাইপুর মহাজন বাজার এলাকা থেকে হায়দার আলী ও হরিরামপুর এলাকা থেকে শিরিনা বেগম তাদের উভয়কে নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার আলাইপুর মহাজন বাজার এলাকার মৃত খোদা বক্সের ছেলে হায়দার আলীর কাছে থেকে ৩৪৩ পিচ ইয়াবা ও নগদ ৩৫ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়েছে। অপরজন হরিরামপুর এলাকার হাফিজুল ইসলামের স্ত্রী শিরিনা বেগমের কাছে থেকে ২০ গ্রাম হিরোইন ও নগদ ৩০ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়েছে। রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি) বাদি হয়ে তাদের নামে পৃথক দুটি মামলা করেছেন।
বাঘা থানা পরিদর্শক (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম বলেন, রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি পুলিশ) গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করেন। পরে তাদের মামলা দিয়ে থানায় সোপর্দ করেন। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আরপি/এসআর-১০
আপনার মূল্যবান মতামত দিন: