বাঘায় মাস্ক ব্যবহার না করায় ৭ জনকে জরিমানা

রাজশাহীর বাঘায় সরকারি নির্দেশনা উপেক্ষা করে, স্বাস্থ্যবিধি অমান্য করা এবং মাস্ক ব্যবহার না করায় ৭ জনকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যামাণ আদালত।
শুক্রবার (২৮মে) উপজেলার শাহী মসজিদ সংলগ্ন মাজার এলাকায় উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।
ভ্রাম্যামাণ আদালত পরিচালনার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল হোসেন।
আরপি/এসআর-১২
আপনার মূল্যবান মতামত দিন: