রাজশাহীতে ভেজাল মধুসহ কারখানার মালিক আটক

রাজশাহীর চারঘাটে ভেজাল মধু তৈরি করার অভিযোগে কারখানার মালিককে আটক করেছে মডেল থানা পুলিশ। আটককৃত ব্যক্তি হলেন উপজেলার বালাদিয়ার গ্রামের মধ্য পাড়ার রুপচান আলীর ছেলে আব্দুল আলীম (৩৫)।
বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার ওসির নেতৃত্বে বালাদিয়ার গ্রামে অভিযান চালিয়ে ২৮টি ড্রামসহ ৪ শত লিটার ভেজাল মধূসহ কারখানার মালিককে আটক করা হয়।
মডেল থানা পুলিশ সূত্রে জানা কারখানার মালিক আব্দুল আলীম দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে মধুর কারখানায় বিভিন্ন ধরনের কেমিক্যাল মিশিয়ে মধু তৈরি করে বাজারজাত করে আসছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মডেল থানার ওসি মুহাম্মদ জাহাঙ্গীর বলেন, ৪ শত লিটার ভেজাল মধূসহ কারখানার মালিককে আটক করা হয়েছে। এঘটনায় থানায় নিরাপত্তা খাদ্য আইনে/বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে আসামীকে জেল হাজতে পাঠানো হয়েছে।
আরপি/এসআর-০৯
আপনার মূল্যবান মতামত দিন: