রাজশাহী সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১

বাঘার আড়ানীতে বাজেট ঘোষণা অনুষ্ঠিত


প্রকাশিত:
২৮ মে ২০২১ ১৬:৫৬

আপডেট:
২৯ এপ্রিল ২০২৪ ১৮:১৩

ছবি: বাজেট ঘোষণা

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ইউনিয়ন পরিষদের ২০২১-২০২২ অর্থ বছরের সামাজিক দুরত্ব বজায় রেখে বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) বেলা ৩টায় আড়ানী ইউনিয়ন পরিষদের হলরুমে এই বাজেট ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আড়ানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সভাপতি প্রভাষক রফিকুল ইসলাম রফিক। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা।

আড়ানী ইউনিয়ন পরিষদ সচিব হাসানুজ্জামনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক এনামুল হক, ইউনিয়ন মেম্বর বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, কালাম মন্ডল, মোজাম্মেল হক, মাসুদ রানা, মশিউর রহমান, কালাম হোসেন, মাসুদ হোসেন, জাহাঙ্গীর হোসেন সরকার, ছলিম উদ্দিন সরকার, নারী সদস্য ময়না বেগম, সাদিরা বেগম, পপি বেগম প্রমুখ।

বাজেট উপস্থাপনা করেন ইউনিয়ন সচিব হাসানুজ্জামান। এই বাজেটে আয় ধরা হয়েছে ১ কোটি ৯ লক্ষ ২৫ হাজার ৪০০ টাকা। ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৮ লক্ষ ২৩ হাজার ২০০ টাকা। এছাড়া উদ্ধৃত্ত রয়েছে ১ লক্ষ ২ হাজার ২০০।

 

 

আরপি/এসআর-০৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top