রাজশাহী বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১

চারঘাটে গ্রাম পুলিশের মাঝে পোশাক ও সরঞ্জামাদি বিতরণ


প্রকাশিত:
২৮ মে ২০২১ ১৬:১৯

আপডেট:
২ মে ২০২৪ ১৬:৪৩

ছবি: পোশাক ও সরঞ্জামাদি বিতরণ

রাজশাহীর চারঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশের সদস্যদের মাঝে পোশাক ও প্রয়োজনীয় সরঞ্জামাদি বিতরণ করেছে স্থানীয় উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে চারঘাট উপজেলা পরিষদ চত্ত্বরে এ পোশাক ও প্রয়োজনীয় সরঞ্জামাদি বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা।

এ সময় গ্রাম পুলিশদের স্ব-স্ব এলাকায় মাদক, সন্ত্রাসী, বাল্য বিয়ে, ইভটিজিং, চুরি, ডাকাতীসহ সকল অসংগতি কাজ বন্ধ করতে সচেষ্ট থাকতে সকল গ্রাম পুলিশের প্রতি আহব্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

উপজেলার ৬টি ইউনিয়নের ৬০ জন গ্রাম পুলিশদের মাঝে সরকারি বরাদ্দকৃত পোশাক ও সরঞ্জামাদি বিতরণ করা হয়। সরঞ্জামাদির মধ্যে ছিল শার্ট-প্যান্ট, শাড়ি, বেল্ট, জ্যাকেট, জুতা, ছাতা, টর্স লাইট, ইত্যাদি। এছাড়াও ৬ ইউনিয়ন পরিষদে ৬ টি বাইসাইকেল প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধু, চারঘাট ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হানুল হক রানা প্রমুখ।


আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top