রাজশাহী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১

রাজশাহীতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা


প্রকাশিত:
২৭ মে ২০২১ ২৩:০০

আপডেট:
২৭ মে ২০২১ ২৩:০৪

প্রতিকী ছবি

রাজশাহীর দুর্গাপুরে পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক গৃহবধূ। ওই গৃহবধূর নাম হুসনে আরা খাতুন (২৩)। বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার পালশা গ্রামে ঘটনাটি ঘটেছে। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপুর উপজেলার ৪ নং দেলুয়াবাড়ী ইউনিয়নে কিশোরপুর পূর্ব পাড়ার আবুল হোসেনের মেয়ে হুসনে আরা খাতুনের সাথে দেড় বছর আগে একই উপজেলার ১ নং নওয়াপাড়া ইউনিয়নের পালশা পশ্চিম পাড়ার আবুল কালামের ছেলে রতেন আলীর বিয়ে হয়।

সম্পর্কে তারা খালাতো ভাই-বোন ছিলেন। বিয়ের এক বছর যেতে না যেতেই তাদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। এক পর্যায়ে হুসনে আরা খাতুন সবার অগোচরে ঘরের তীরের সাথে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পুলিশ বৃহস্পতিবার ওই গৃহবধূর মরদেহটি উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

এবিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী জানান, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে হুসনে আরা গলায় ফাঁস দিয়েই আত্মহত্যা করেছেন। আইনি প্রক্রিয়া শেষে হুসনে আরার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। 

 

 

আরপি/এসআর-১০



আপনার মূল্যবান মতামত দিন:

Top