রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

রাজশাহীতে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার


প্রকাশিত:
২৭ মে ২০২১ ১৯:০৪

আপডেট:
২৭ মে ২০২১ ১৯:১৯

ছবি: সংগৃহীত

রাজশাহীতে বিআরটিএ অফিসের সামনে থেকে একটি বিদেশি ও একটি দেশি পিস্তলসহ রুবেল সরকার (২৩) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫ এর একটি দল। বুধবার রাত ৯টার দিকে নগরীর শাহমখদুম থানাধীন বিআরটিএ অফিসের মেইন গেট সংলগ্ন এলাকা থেকে বাবুল সরকারের ছেলে রুবেলকে গ্রেপ্তার করা হয়।

রাতে র‍্যাব-৫ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ মে রাত ৯টার দিকে নগরীর শাহমখদুম থানাধীন বিআরটিএ অফিসের মেইন গেট সংলগ্ন এলাকায় অপারেশন পরিচালনা করে রুবেল সরকার (২৩) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র‌্যাব-৫।

গ্রেপ্তারকৃত রুবেলের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, একটি ম্যাগাজিন এবং দুইটি এ্যামোনেশন উদ্ধার করা হয়েছে।

 

 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top