বাঘায় ওয়াশ ব্লক নির্মাণ কাজের উদ্বোধন

রাজশাহীর বাঘায় কমিউিনিটি ক্লিনিকে ওয়াশ ব্লক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৪মে) উপজেলার দুটি কমিউনিটি পাঁচপাড়া ও সোনাদহ ক্লিনিকের কাজ উদ্বোধন করা হয়। আড়ানী ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক রফিকুল ইসলাম কাজ দু’টির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের কার্য্য সহকারি মিজানুর রহমান,ইউনিয়ন পরিষদের মেম্বর সলিম উদ্দিন, জহুরুল ইসলাম, আয়েন উদ্দিন প্রমুখ।
প্রকল্প বাস্তবায়ন অফিসার শামীম আহমেদ জানান, প্রধান মন্ত্রীর ঘরে ঘরে স্বাস্থ্য সেবা অঙ্গিকার বাস্তবায়নে উপজেলায় ২০টি কমিউনিটি ক্লিনিকেই ওয়াশ ব্লক নির্মাণ করা হবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ শাহরিয়ার আলমের দেওয়া বিশেষ প্রকল্প। প্রতিটি ওয়াশ ব্লকে ২টি টয়লেট থাকবে। পুরুষের ১টি ও মহিলার জন্য ১টি। সাথে ১টি করে ওয়াশ রুম ও ১টি হাত ধৌত করার বেশিন থাকবে। প্রতিটি ব্লক নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২লক্ষ ৫০ হাজার টাকা।
আরপি/ এস
বিষয়: রাজশাহী বাঘা কমিউিনিটি ক্লিনিক
আপনার মূল্যবান মতামত দিন: