রাজশাহী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৮ই বৈশাখ ১৪৩১

বাঘায় রোজিনা ইসলামের মুক্তির দাবিতে মানববন্ধন


প্রকাশিত:
২৩ মে ২০২১ ০০:৫৫

আপডেট:
২৩ মে ২০২১ ০০:৫৯

ছবি: মানববন্ধন

রাজশাহীর বাঘায় মানববন্ধন কর্মসূচির মাধ্যমে প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যহারের দাবি জানিয়েছে স্থানীয় সাংবাদিকরা। বাঘা প্রেসক্লাবের আয়োজনে শনিবার (২২ মে) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে একাত্মতা জানিয়ে বাঘা রিপোটার্স ক্লাব, চারঘাট প্রেসক্লাব, বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাব অংশগ্রহন করে।

বাঘা প্রেসক্লাবের সভাপতি আবদুল লতিফ মিঞার সভাপতিত্বে ও সহ-সভাপতি গোলাম তোফাজ্জল কবীর মিলনের সঞ্চালনায় উক্ত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক বার্তার মফস্বল সম্পাদক গোলাম মোস্তফা মামুন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি, সহকারী অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ফরজ আলী, কমিউনিষ্ট পার্টির জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য প্রশান্ত কুমার পান্ডে, বাঘা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা জাতীয় সংবাদিক সংস্থার সভাপতি আমানুল হক আমান, সাংগঠনিক সম্পাদক আসলাম আলী, সমাজ কল্যান সম্পাদক আখতার রহমান, রিপোটার্স ক্লাবের সভাপতি মহিদুল ইসলাম, সাংবাদিক এসএম নাজিম উদ্দিন, চারঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাচ্চু, বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মাসুম প্রমুখ।

এসময় জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা শাখার সাধারণ সম্পাদক লালন উদ্দিন, বাঘা রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পদক এম ইসলাম দিলদার, চারঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম সান্টু,সাংবাদিক আবদুল হামিদ মিঞা, ঢাকা নিউজের সংবাদকর্মী মিজানুর রহমানসহ প্রিন্ট ইলেকট্রনিক্স ও অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

 

আরপি/এসআর-০৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top