সাবেক প্রতিমন্ত্রী জিনাতুন নেসার ভাইয়ের দাফন সম্পন্ন

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপিকা জিনাতুন নেসা তালুকদারের বড় ভাই রাজশাহী মুসলিম হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. নজরুল ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি.....রাজিউন। বৃহস্পতিবার (২০ মে) বিকেল ৪টার দিকে বার্ধক্যজনিত কারনে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
শুক্রবার (২১ মে) বাদ জুমা নগরীর হেতম খাঁ চৌধুরীপাড়া কফিল উদ্দীন জামে মসজিদ প্রাঙ্গনে নজরুল ইসলামের নামাজে জানাজা শেষে হেতম খাঁ গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। মো. নজরুল ইসলাম শিক্ষক হিসেবে ছিলেন আদর্শ মানুষ তৈরির সফল কারিগর। বোনদের জন্য সম্পূর্ণ জীবন উৎসর্গ করেছেন তিনি। বিয়ে করেন নি মৃত্যুর পূর্ব পর্যন্ত। নজরুল ইসলামের মৃত্যুতে নগরীর বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। ভাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপিকা জিনাতুন নেসা তালুকদার।
আরপি/এসআর-১৮
আপনার মূল্যবান মতামত দিন: