রাজশাহী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০

রাজশাহীতে ধান বোঝাই ট্রাক উল্টে হেলপার নিহত


প্রকাশিত:
২১ মে ২০২১ ১৮:৫৪

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ০২:৩৭

প্রতিকী ছবি

রাজশাহীর পবায় ধান বোঝাই ট্রাক উল্টে ইমান আলী (৩৫) নামের এক হেলপার নিহত হয়েছেন। শুক্রবার (২১ মে) ভোর পৌনে ছয়টার দিকে উপজেলার নতুন কসবা গ্রামে দুর্ঘটনাটি ঘটে। এতে আহত হয়েছেন ট্রাকের চালক।

রাজশাহীর দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত হেলপারের নাম ইমান আলী (৩৫)। আর আহত চালকের নাম ফায়সাল হোসেন (৩২)। দুজনেরই বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায়।

ওসি জানান, ধান নিয়ে ট্রাকটি চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। পথে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে পবার নতুন কসবা এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে গাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হেলপার নিহত হন। আর গুরুতর আহত অবস্থায় চালক ট্রাকের ভেতরে আটকে ছিলেন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ব্যক্তিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়। নিহত ব্যক্তির মরদেহটিও উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেকের মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরপি / এমবি-১



আপনার মূল্যবান মতামত দিন:

Top