রাজশাহী বুধবার, ১২ই মার্চ ২০২৫, ২৯শে ফাল্গুন ১৪৩১

রাজশাহীর পদ্মায় ডুবে শিক্ষার্থীর মৃত্যু


প্রকাশিত:
২০ মে ২০২১ ০২:২১

আপডেট:
২০ মে ২০২১ ০৩:৩১

ছবি: প্রতিনিধি

রাজশাহীর চারঘাটে পদ্মা নদীতে ডুবে সীমান্ত ইসলাম নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ মে) দুপুরে চারঘাট বালু মহল সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে নেমে ডুবে যায় সীমান্ত। মৃত সীমান্ত (১৯) চারঘাট পৌরসভার থানাপাড়া গ্রামের রানা ইসলামের ছেলে। সে করোনাকালীন সময় সরদহ সরকারী মহাবিদ্যালয় থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

জানা যায়, মঙ্গলবার দুপুরে সীমান্ত তার বন্ধুদের সাথে বাড়ির পাশে পদ্মা নদীতে গোসল করতে যায়। সে সাঁতার না জানায় পানিতে ডুবে যায়। পরে তার সাথে থাকা অন্যরা দেখতে না পেয়ে বাড়িতে খবর দেয়। নদীতে খোঁজাখুঁজি শুরু করলেও সারারাতে তার সন্ধান মেলেনি। পরবর্তীতে বুধবার সকালে মাছ ধরা জালে তার মরদেহ পাওয়া যায়। মরদেহটি উদ্ধার করে নিজ বাড়িতে নেয়া হলে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে।

এ বিষয়ে জানতে চাইলে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, নদীতে ডুবে মৃত্যুর ঘটনাটায় নৌ পুলিশ পিএম দিবে। তাদের পিএম হাতে পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরপি / এমবি-১২



আপনার মূল্যবান মতামত দিন:

Top