রাজশাহীতে কমিউনিটি পুলিশিং ডে পালন

‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে রাজশাহীতে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ পালিত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় দিবসটি উপলক্ষে একটি র্যালী বের করে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) ও নগরীর রাজপাড়া থানা। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় নগরীর আলুপট্টি মোড়ে বেলুন উড়িয়ে এর উদ্বোধন করা হয়। পরে র্যালীটি জিরোপয়েন্ট, মনি চত্বর হয়ে রাজশাহী কলেজে এসে শেষ হয়।
পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আরএমপি কমিশনার হুমায়ুন কবিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহা-পুলিশ পরিদর্শক আবুল কাশেম বিপিএম।
সভায় বক্তারা বলেন, সারাদেশে পুলিশ-জনগণ এক কাতারে এসে কাজ করছে। এতে সমাজের মানুষকে নিরাপত্তা, আইনি সহায়তা ও সেবা দেয়া সহজ হয়ে উঠেছে।
এতে উপস্থিত ছিলেন,নগর পুলিশের বিভিন্ন কর্মকর্তা, রাজপাড়া থানা পুুলিশের বিভিন্ন কর্মকর্তা, রাজশাহী মহানগর আ.লীগের সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার, মহানগর যুবলীগের সভাপতি মো. রমজান আলী প্রমুখ।
আরপি/আআ
আপনার মূল্যবান মতামত দিন: