রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

ঈদ উপলক্ষে এসপি মাসুদের শুভেচ্ছা উপহার প্রদান


প্রকাশিত:
৭ মে ২০২১ ০৭:২০

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ২২:৫৫

ছবি: শুভেচ্ছা উপহার প্রদান

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে অধীনস্ত পুলিশ সদস্য ও অন্যান্য কর্মচারীদের শুভেচ্ছা উপহার দিয়েছেন রাজশাহীর পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন।

বৃহস্পতিবার জেলা পুলিশ লাইন্সে আনুষ্ঠানিকভাবে সেমাই, চিনি, নুডুলসসহ অন্যান্য উপহারসামগ্রী দেন তিনি।

এ দিন এসপির পক্ষ থেকে প্রায় ৭০০ জনকে উপহার দেয়া হয়। এর মধ্যে প্রায় ৬৫০ জন জেলা পুলিশ লাইন্সে কর্মরত পুলিশ সদস্য। বাকিরা সিভিল স্টাফ। এসপি তাঁদের ঈদের শুভেচ্ছা জানান। তিনি স্বাস্থ্যবিধি মেনে চলে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে ঈদ উদযাপনের আহবান জানান।

এ সময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top