রাজশাহী বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০

যে কোনো মূল্যে রাজশাহী থেকে দুরপাল্লার বাস চালানোর ঘোষণা


প্রকাশিত:
৫ মে ২০২১ ০০:৫১

আপডেট:
৫ মে ২০২১ ০৬:০৩

ছবি: সংগৃহীত

বিধিনিষেধ ভেঙ্গে যেকোন মূল্যে রাজশাহী থেকে দুরপাল্লার বাস চালানোর ঘোষণা দিয়েছেন মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী। তিনি বলেন, আগামি ৬ মে থেকে যেকোনো মূল্যে বাস চলবে। কোনো বাধা মানা হবে না। যেখানে বাধা দেওয়া হবে সেখানেই ব্যারিকেড গড়ে তোলা হবে।

মঙ্গলবার গণমাধ্যমে দেয়া সাক্ষাতকারে এ ঘোষণা দেন মাহতাব হোসেন চৌধুরী। এ সময় তিনি বলেন, আন্তঃজেলা বাস যদি চলে তাহলে দুরপাল্লার বাস চললে সমস্যাটা কোথায়? বরং দুরপাল্লার বাসেই ক্ষতির আশঙ্কা কম। ট্রেন চললে বাস চলতে পারবে না কেন? ঢাকা থেকে একজন যাত্রী রাজশাহীতে আসতে চাইলে তাকে কতটা জেলা পার হতে হয় সে হিসেব কি আছে তাদের কাছে?

মাহাতাব হোসেন চৌধুরী বলেন, আমাদের শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন। তাদের পেটে ভাত নেই। তারা করোনায় মরতে চাই; কিন্তু না খেয়ে মরতে চায় না। এইজন্য আমরা সরকারি নির্দেশনায় সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে ৬ মে থেকে বস রুটে বাস চালাবো। কোনা বাধা মানা হবে না। শ্রমিকরা যদি রাস্তায় নেমে পড়ে তবে আমাদের কিছু করার থাকবে না বলে মন্তব্য করেন তিনি। 

 

 

আরপি/এসআর-০৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top