রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

গোদাগাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত


প্রকাশিত:
২ মে ২০২১ ০৪:৩২

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ২২:২৮

ছবি প্রতিনিধি

রাজশাহীর গোদাগাড়ীতে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গোদাগাড়ী উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে সকাল ১০ টায় উপজেলা শহীদ মিনার প্রাঙ্গন হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি গোদাগাড়ী পৌর সদরের শহীদ ফিরোজ চত্ত্বর প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালিতে গোদাগাড়ী উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।

বর্ণাঢ্য র‌্যালি শেষে নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: আনোয়ার জাহিদের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের শ্রমনীতিকে ঢেলে সাজিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবসকে সফল করার আহবান জানান।

এতে আরো উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আরিফ হোসেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল করিম, সহ:সম্পাদক সাদিকুল ইসলাম, প্রচার সম্পাদক হাফিজুর রহমান প্রমুখ।  

আরপি/ এসআই



আপনার মূল্যবান মতামত দিন:

Top