বাঘায় ওয়ারেন্টক্তভূক্ত ৮ মামলার আসামী সাইফুল গ্রেফতার

রাজশাহীর বাঘায় ওয়ারেন্টভূক্ত ৮মামলার আসামী সাইফুল ইসলামকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার(২৮এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার মনিগ্রাম এলাকায় তার শশুর বাড়ি থেকে গ্রেফতার করে থানার পুলিশ। বৃহস্পতিবার(২৯এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সাইফুল ইসলাম উপজেলার জোতরাঘব গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে।
এ বিষয়ে বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, সাইফুল ইসলামের নামে ৮টি মামলা রয়েছে। মামলাগুলো ব্যাংকের চেক জালিয়াতি সংক্রান্ত। এই ৮ মামলার মধ্যে ৫টি মামলায় ইতিমধ্যেই আদালত তাকে সাজা দিয়েছেন। দীর্ঘদিন থেকে আত্নগোপনে ছিল। তিনটি মামলা চলমান রয়েছে। । পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মনিগ্রাম এলাকায় তার শশুর বাড়ি থেকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আরপি / আইএইচ
আপনার মূল্যবান মতামত দিন: