রাজশাহী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০

তরমুজের কেজির দর নির্ধারণ করে দিলেন প্রশাসন


প্রকাশিত:
২৯ এপ্রিল ২০২১ ০৬:১০

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ১৮:৪৬

ছবি: সংগৃহীত

রাজশাহীর পুঠিয়ায় তরমুজের কেজির দর নির্ধারন করে দিয়েছেন উপজেলা প্রশাসন। নির্দেশনায় বলা হয়েছে ৫ কেজির বেশী ওজনের তরমুজ বিক্রি হবে প্রতিকেজি ৪৫টাকা দরে। আর ৫ কেজির কম ওজনের গুলো ৪০ টাকা দরে বিক্রি করতে বলা হয়েছে।

বুধবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদের সভা কক্ষে তরমুজ ব্যবসায়ী ও উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় বিভিন্ন হাট বাজারের প্রতিকেজি তরমুজ সর্বচ ৪৫ টাকা দরে বিক্রি করার নির্দেশ দেয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সারা দেশের ন্যায় পুঠিয়া উপজেলাতেও অতিরিক্ত মুল্যে তরমুজ বিক্রির অভিযোগ পেলে উপজেলার বিভিন্ন হাট বাজারের তরমুজ ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসে উপজেলা প্রশাসন। সভায় সর্বসম্মতিক্রমে ৫ কেজি ওজনের নিচে প্রতি পিচ তরমুজ ৪০ টাকা কেজি দরে এবং ৫ কেজির ওপরে প্রতি পিচ তরমুজ ৪৫ টাকা কেজি দরে বিক্রি করার নির্দেশ দেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাম্মদ আনাস এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোছা: রুমানা আফরোজ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন, পুঠিয়া পৌর আ’লীগের সাধারন সম্পাদক শাহরিয়ার রহিম কনক, ব্যবসায়ীক নেতা ছাড়াও উপজেলার বিভিন্ন হাট বাজারের তরমুজ ব্যবসায়ীরা সভায় উপস্থিত ছিলেন।

এ ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাম্মদ আনাস বলেন, নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরপি/ এসআই



আপনার মূল্যবান মতামত দিন:

Top