পদ্মা নদীতে অবৈধ বালি উত্তোলন দায়ে দুইজনের কারাদন্ড

রাজশাহীর বাঘায় পদ্মা নদী থেকে অবৈধ ভাবে বালি উত্তোলন করায় দু’জন ট্রলি ড্রাইভারকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে। সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামাল হোসেন এ রায় প্রদান করেন। ট্রলি দুটি জব্দ করে থানায় রাখা হয়েছে।
রোববার(২৫-এপ্রিল) উপজেলার খায়েরহাট পদ্মা নদীতে অভিযান পরিচালনা করা হয়। এসময় খায়ের হাট গ্রামের মুনছেদ আলীর ছেলে মঞ্জুরুল আলম(৩১) এবং চান্দের আলীর ছেলে আমিরুল ইসলাম(৩৪) কে বালির ট্রলি সহ আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতে বিচার করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে উপজেলার গড়গড়ি ইউনিয়নের খায়ের হাট পদ্মা নদী থেকে অবৈধ ভাবে বালূ উত্তোলন করছিল স্থানীয়রা। চেয়ারম্যানের নিষেধ উপেক্ষা করে মিনি ট্রাক এবং ট্রলি যোগে সেই বালূ বিভিন্ন জায়গায় সরবরাহ করছিল।
আরপি/ এসআই
আপনার মূল্যবান মতামত দিন: