রাজশাহী বুধবার, ১৬ই অক্টোবর ২০২৪, ১লা কার্তিক ১৪৩১

ফেসবুকে সরকারবিরোধী পোস্ট: যুবক আটক


প্রকাশিত:
২৫ অক্টোবর ২০১৯ ০৬:৫০

আপডেট:
১৬ অক্টোবর ২০২৪ ০৩:৫৩

ছবি: আটককৃত যুবক

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকৃত ছবি, বিভিন্ন আপত্তিকর ‍ও উস্কানীমূলক পোস্ট, ব্যঙ্গ-বিকৃত ছবি ও সরকারবিরোধী পোস্ট করায় রাজশাহী নগরীতে এক যুবককে আটক করেছে র‌্যাব-৫। বুধবার সন্ধ্যা সাতটার দিকে নগরীর রাজপাড়া থানার কেশবপুর ভেড়িভাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলেে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

আটককৃত যুবক হলো, নগরীর রাজপাড়া থানার বেতিয়াপাড়া এলাকার মো. আতাউর রহমানের ছেলে মো. রাতুল রহমান (৩১)।

র‌্যাব-৫ জানায়, রাজশাহী নগরীর রাজপাড়া থানাধীন কেশবপুর ভেড়িপাড়া সাকিনস্থ গ্রীনমার্ক আইটি নামক দোকানে রাতুল সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকৃত ছবি, বিভিন্ন আপত্তিকর, উস্কানীমূলক পোস্ট এবং ব্যঙ্গ বিকৃত ছবি ও সরকারবিরোধী পোস্ট করছেন। এরই পরিপ্রেক্ষিতে র‌্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানী, মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল উপ অধিনায়ক মেজর এস এম মোর্শেদ হাসান এর নেতৃত্বে বুধবার (২৩ অক্টোবর) সাতটায় অভিযান চালান। এসময় সাইবার অপরাধী মো. রাতুল রহমানকে হাতেনাতে আটক করা হয়। এসময় ফেইসবুক পোস্টের স্ক্রীণশর্টসহ তাকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে আসামির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top