রাজশাহী রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১

রাজশাহীতে বাস-ট্রেনের টিকিটে হাহাকার

কালোবাজারিকে দায়ী করছেন টিকিট প্রত্যাশীরা


প্রকাশিত:
১০ আগস্ট ২০১৯ ১০:১৫

আপডেট:
১০ আগস্ট ২০১৯ ১২:১১

বাস-ট্রেনে ঘরমুখো মানুষের ভিড়

রাজশাহীতে বাস ও ট্রেনের ফিরতি টিকিট নিয়ে হাহাকার চলছে। ট্রেন, বাস কোনোখানেই যেন টিকিট পাওয়ার সুযোগ নেই। ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি এরই মধ্যে শেষ হয়েছে। ১৮ আগস্ট পর্যন্ত ট্রেনের টিকিট দেয়া হয়েছে। গত কয়েকদিন ধরে স্টেশনে লাইনে দাঁড়িয়ে অনেকেই বঞ্চিত হয়েছেন টিকিট থেকে। প্রতিদিন ভোররাতে লাইনে দাঁড়িয়েও শেষ পর্যন্ত টিকিট না নিয়ে ফিরতে হয়েছে অনেককেই।

ভুক্তভোগীদের অভিযোগ, অনেক কালোবাজারিরাই টিকিট কেটে নিয়েছে। সারারাত স্টেশনে বসে আড্ডা দিয়ে ভোরে লাইনের প্রথম দিকে দাঁড়িয়ে তারা টিকিট সংগ্রহ করেছে। একই ব্যাক্তিকে একাধিক দিন লাইনে দাঁড়িয়ে ফিরতি টিকিট কাটতে দেখা গেছে। ঈদের পর বাড়তি দামে তারা এসব টিকিট বিক্রি করবে। এরই মধ্যে অনেকেই বিক্রি শুরুও করেছেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, নিয়মিত টিকিট ব্ল্যাকারের সাথে জড়িতরা ছাড়াও ঈদ উপলক্ষে বেশ কিছু যুবকও নতুন করে টিকিট কালোবাজারির সাথে জড়িয়েছে। তারা গত কয়েকদিনে ট্রেনের বেশ কিছু টিকিট কেটেছে। ঈদের পর বেশি দামে তারা এসব টিকিট বিক্রি করবে। এদিকে, দিনের পর নি লাইনে দাঁড়িয়েও টিকিট না পেয়ে ক্ষুব্ধ হয়েছেন সাধারণ যাত্রীরা।

বাসের টিকিটও এখন সোনার হরিণ।

রাজশাহী থেকে ঢাকা রুটের টিকিট পাওয়া তো দুস্করই, চট্টগ্রাম যাবার টিকিটও পাওয়া যাচ্ছে না। শুক্রবার হানিফ এন্টারপ্রাইজে যোগাযোগ করা হলে তারা জানান, ১৮ আগস্ট পর্যন্ত সকল টিকিট বিক্রি হয়ে গেছে। ১৬ আগস্টের চট্টগ্রাম রুটের টিকিটের জন্য দেশ ট্রাভেলস-এ যোগাযোগ করা হলে তারা জানান, অনলাইনে সব টিকিট ছেড়ে দেয়া হয়েছে। কাউন্টারে টিকিট নেই। অনলাইনে গিয়ে দেখা গেছে কোন টিকিট নেই। এভাবেই বাস ট্রেন সবখানেই টিকিট বঞ্চিত হয়ে সাধারণ মানুষ একদিকে যেমন হতাশ হচ্ছেন, অন্যদিকে হচ্ছেন ক্ষুব্ধ। তাদের প্রশ্ন, এত টিকিট তাহলে যাচ্ছে কোথায়?

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top