রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১

রাজশাহীতে মাস্ক বিতরণ করলেন ছাত্রলীগ নেতা শান্ত


প্রকাশিত:
২৩ এপ্রিল ২০২১ ০৩:১৬

আপডেট:
২৩ এপ্রিল ২০২১ ০৩:১৬

রাজশাহীর পুঠিয়ায় ব্যক্তিগত উদ্যোগে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেছেন রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ও জেলা ছাত্রলীগ কর্মী হাসিবুল হাসান শান্ত। বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকেলে পুঠিয়ার জিউপাড়া ইউনিয়নের সরিষাবাড়ি বাজারে দলীয় নেতাকর্মীদের নিয়ে এ মাস্ক বিতরণ করেন তিনি।

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. মো. মনসুর রহমানের পক্ষ থেকে মাস্ক বিতরণ করেছেন শান্ত।

এদিন মাস্ক বিতরণকালে পুঠিয়া উপজেলা যুবলীগের সদস্য মো. রেজাউল করিম, জিউপাড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মো. কামরুল ইসলাম, ছাত্রলীগ নেতা হাফেজ মো. রবিউল ইসলাম, নাজমুল হোসেন চমক, সুমনসহ ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মাস্ক বিতরণকালে ছাত্রলীগ নেতারা জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে আহবান জানান। রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ও জেলা ছাত্রলীগ কর্মী হাসিবুল হাসান শান্ত বলেন, “গত বছর লকডাউনের সময় যতটুকু পেরেছি মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। করোনা ভাইরাস কিছুদিন আগেও স্থিতিশীল ছিল। কিন্তু হঠাৎ করেই করোনার প্রকোপ বেড়ে গেছে। এমতাবস্থায় সকলকে সচেতন থাকতে হবে এবং সরকার ঘোষিত সকল দিকনির্দেশনা মেনে চলতে হবে।”

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী শান্ত জানান, করোনা প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে বাংলাদেশ ছাত্রলীগ প্রথম থেকেই মাঠে রয়েছে। সারাদেশেই জনগণকে সচেতন করা হচ্ছে। রাজশাহীর বিভিন্ন জায়গায় তারাও জনগণকে সচেতন করছেন। সকলের সচেতনতনায় দেশবাসী অতি দ্রুতই করোনা প্রতিরোধ করে শঙ্কট কাটিয়ে ঘুরে দাঁড়াবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

 

আরপি / আইএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top