লকডাউন উপেক্ষা করে খুলেছে আরডিএ মার্কেট

আরডিএ মার্কেট
সরকারী নির্দেশনা লকডাউন এর সিদ্ধান্ত অমান্য করে রাজশাহীতে খুলেছে আরডিএ মার্কেটের ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার সকাল দশটায় তারা মার্কেটের শতশত দোকান খুলে দেন। এসময় অল্প কিছু ক্রেতাকে মার্কেটে ঘুরতেও দেখা যায়।
ব্যবসায়ীরা জানিয়েছেন,উর্পাজনের আশায় বাধ্য হয়েই তারা দোকান খুলেছেন। প্রশাসন বাধা দিলে রাস্তায় নেমে আন্দোলন করবেন। এদিকে আরডিএ মার্কেট খুলে দিলেও এখন পর্যন্ত পদক্ষেপ নেয়নি প্রশাসন।
এ নিয়ে কোন কথা বলতেও রাজী হননি। উল্লেখ্য, এর আগেও লকডাউন অমান্য করে ব্যবসা করার অভিযোগ রয়েছে এই মার্কেটের ব্যবসায়ীদের বিরুদ্ধে।
আরপি /আইএইচ
বিষয়: আরডিএ মার্কেট খুলেছে আরডিএ আরডিএ লকডাউন
আপনার মূল্যবান মতামত দিন: