প্রকল্প অবহিতকরণে চারঘাটে কর্মশালা
রাজশাহীর চারঘাট উপজেলা সম্মেলন কক্ষে বুধবার সকালে নেট টু রাইট থানাপাড়া সোয়ালোজ ডি এস আয়োজনে এবং দি সোয়ালোজ ইন ডেনমার্ক সহযোগিতায় প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নারী অধিকার বিষয়ে যুবকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করে এ্যাডভোকেসির মাধ্যমে পারিবারিক সহিংসতা প্রতিরোধ করা এই নতুন প্রকল্প অবহিতকরণ কর্মশালার শুভ উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নাজমুল হক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নাজমুল হকের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাজমিরা খাতুন, থানাপাড়া সোয়ালোজ ডি এস এর নিবার্হী পরিচালক রায়হান আলী, সহকারী পরিচালক মাহমুদা বেগম গিনী, নেদারল্যান্ড এর প্রতিনিধি কোরা, সরদহ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাসানুজ্জামান মধু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশিদা পারভীন, নেট টু রাইটস এর কো-অটিনেটর রফিকুল ইসলাম,ইউপি সদস্য পিয়ারী বেগম, মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক শরিফুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, চারঘাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক নজরুল ইসলাম বাচ্চু, নেট টু রাইট থানাপাড়া সোয়ালোজের উন্নয়ন কর্মী সাইফুল ইসলাম প্রমুখ।
আরপি/আআ
আপনার মূল্যবান মতামত দিন: