রাজশাহী শনিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৫, ২৭শে মাঘ ১৪৩১

ইঁদুর নিধনে দুর্গাপুরে আলোচনা সভা


প্রকাশিত:
২৪ অক্টোবর ২০১৯ ০৫:৫৭

আপডেট:
৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:২২

ছবি: ইঁদুর নিধন অভিযান-২০১৯ উপলক্ষে দুর্গাপুরে আলোচনা সভা

রাজশাহীর দুর্গাপুরে বুধবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি হলরুমে জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০১৯ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা কৃষি অফিসার মসিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম।

এসএসও জায়েদুর রহমানের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজশাহী জেলা পাট উন্নয়ন কর্মকর্তা অজিত কুমার রায়, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এসপিপিও আমির আলী সরকার। এদিকে বিকেলে একই স্থানে পাট চাষিদের নিয়ে উন্নতমানের পাট চাষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শামসুল হক।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top