রাজশাহী সোমবার, ৯ই ডিসেম্বর ২০২৪, ২৫শে অগ্রহায়ণ ১৪৩১

২২টি মোবাইল ফোনসহ রাজশাহীতে গ্রেফতার চার


প্রকাশিত:
২৩ অক্টোবর ২০১৯ ২১:২৫

আপডেট:
২৩ অক্টোবর ২০১৯ ২১:৪১

উদ্ধারকৃত ফোনসহ আটকৃত চারজন

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস এবং পার্শ্ববর্তী এলাকা থেকে ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের কাছে থেকে বিভিন্ন সময় ছিনতাই হওয়া বিভিন্ন মডেলের ২২টি মোবাইলফোন উদ্ধার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাত ১০ টার দিকে মহানগর পুলিশের ফেসবুক পেইজ  সূত্রে এ খবর জানা যায়।

পেইজ থেকে জানা যায়, মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে রাবি ক্যাম্পাস ও পার্শ্ববর্তী এলাকায় অভিযান চালান। এসময় বিভিন্ন সময় ছিনতাই হওয়া বিভিন্ন মডেলের ২২টি মোবাইল সেটসহ ৪ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে মহানগর পুলিশ।


ক্যাম্পাস ও পার্শ্ববর্তী এলাকা থেকে উদ্ধার হওয়ায় রাবি শিক্ষার্থীদের হারানো বা ছিনতাই হওয়া মোবাইল সেট সনাক্তকরণের জন্য পুলিশের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top