রাজশাহী মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২

রাজশাহীতে ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক গ্রেফতার


প্রকাশিত:
৭ এপ্রিল ২০২১ ২২:০১

আপডেট:
২৬ আগস্ট ২০২৫ ১৩:৫৯

প্রতীকি ছবি

রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তিমূলক পোস্ট শেয়ারের অভিযোগে ফিরোজ কবীর নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ এপ্রিল) বিকালের দিকে তাকে গ্রেফতার করে দামাকুড়া থানা পুলিশ। ফিরোজ পবা উপজেলার হরিপুর ইউনিয়নের সোনাইকান্দি এলাকার বাসিন্দা। তার বয়স ২৩ বছর। সে মৃত বীর মুক্তিযোদ্ধার সাদেক আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফিরোজ কবীর মামুনুল হক সমর্থক নামক একটি গ্রুপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটূক্তি করে একটি পোস্ট শেয়ার করে। পোস্টটি স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের দৃষ্টিগোচর হলে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের দামাকুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব জামান জানান, প্রধানমন্ত্রীকে কটূক্তি করার অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরপি/ এসআই-১



আপনার মূল্যবান মতামত দিন:

Top