ডালে রং করে গুনতে হলো লাখ টাকা জরিমানা!
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে শান্ত এন্টারপ্রাইজ নামের একটি ডাউল মিল ডালে রং করে গুনল লক্ষ টাকা জরিমানা। মঙ্গলবার বেলা ১১ টার দিকে পুঠিয়া সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোসা: রুমানা আফরোজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে ১ লক্ষ টাকা জরিমানা এবং রং মিশানো ৫০ কেজির ২১৮ বস্তা ডাউল জব্দ করে। পরে তা ধ্বংস করা হয়। যার বাজার মূল্য প্রায় ১২ লক্ষ টাকা।
ভ্রাম্যমাণ আদালতে শান্ত এন্টারপ্রাইজ প্রো: মো: দিদার আলী থান্দারকে মুগ ডাউলে ক্ষতিকর রং ব্যবহার কারায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মোসা: রুমানা আফরোজ বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংষ্টিত ধারায় এবং অনিয়ম করার দোষ স্বীকার করায় শান্ত এন্টারপ্রাইজ প্রো: মো: দিদার আলীর ডাউল মিলে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
আরপি/আআ
আপনার মূল্যবান মতামত দিন: