রাজশাহী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০

রাজশাহীতে ট্রাকচাপায় প্রাণ গেল ২ জনের


প্রকাশিত:
৫ এপ্রিল ২০২১ ১৮:৩৪

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ০৫:২০

প্রতিকী ছবি

রাজশাহীর পুঠিয়া উপজেলায় ট্রাকচাপায় ভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের উপজেলার সেনভাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নাটোর সদর উপজেলার সুলতানপুর গ্রামের ব্যাটারিচালিত ভ্যানচালক শহীদুল ইসলাম (৪২) ও আরোহী আবদুস সামাদ (৫০)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রাজশাহীর পবা হাইওয়ে থানার ইনচার্জ পুলিশ পরিদর্শক লুৎফর রহমান জানান, ব্যাটারিচালিত একটি ভ্যানে রসুন নিয়ে পুঠিয়ার ঝলমলিয়া হাটে যাচ্ছিলেন আবদুস সামাদসহ কয়েকজন।

পথে সেনভাগ এলাকায় ভ্যানটি উল্টে যায়। এ সময় একটি ট্রাক ওই ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই ভ্যানচালকসহ দুজনের মৃত্যু হয়। এতে আহত হন মোজাম্মেল হোসেন ও আবুল কালাম। তাদের গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় স্থানীয়রা ট্রাকটি আটক করতে পারলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা প্রায় দেড় ঘণ্টা রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখেন।পরে খবর পেয়ে পবা হাইওয়ে ও পুঠিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

আরপি/ এসআই-১



আপনার মূল্যবান মতামত দিন:

Top