রাজশাহী বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০

রাজশাহীতে দোকান খোলার দাবিতে রাস্তায় নেমেছে ব্যবসায়ীরা


প্রকাশিত:
৫ এপ্রিল ২০২১ ১৮:২০

আপডেট:
৫ এপ্রিল ২০২১ ১৮:৩৭

ছবি: সংগৃহীত

রাজশাহীতে দোকান খুলে রাখার দাবিতে রাস্তায় নেমেছে ব্যবসায়ীরা। আজ সোমবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে ব্যবসায়ীরা সাহেববাজার জিরোপয়েন্টের রাস্তায় নেমে পড়ে। ব্যবসায়ীদের শান্ত করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

রাজশাহী কাপড় পট্টি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক খন্দকার শামিম জানান- গতবছর লকডাউনের কারণে তারা পরিবার-পরিজন নিয়ে ঠিক মতো ঈদ করতে পারেনি। লকডাউন চলছে চলুক, আমাদের একটা সময় বেধে দিলে ভালো হবে। সেই সময়ের মধ্যে আমরা স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা করতে চাই।

তিনি আরও বলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু আসলাম ও পুলিশের কর্মকর্তারা এসেছিলেন। তারা আমাদের সাথে কথা বলেছি। তারা জেলা প্রশাসকের সাথে কথা বলে আমাদের জানাবে।

বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারণ চন্দ্রবর্মন জানান- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু আসলাম এসে ব্যবসায়ীদের সাথে কথা বলেছেন। ব্যবসায়ীদের দাবিগুলো শুনেছেন। তিনি ব্যবসায়ীদের কথা গুলো সরকারের উপর মহলে জানাবেন এমন আশ্বাস দেন। বিষয়টি জেলা প্রশাসকের পক্ষ থেকে আগামীকাল মঙ্গলবার জানানো হবে। বর্তমানে রাস্তা থেকে ব্যবসায়ীরা চলে গেছেন।

আরপি / আইএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top