রাজশাহী শুক্রবার, ১৮ই এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২

বাঘায় ভোটার হালনাগাদ শুরু


প্রকাশিত:
২৩ অক্টোবর ২০১৯ ০৫:৩৫

আপডেট:
১৮ এপ্রিল ২০২৫ ০৮:৫৫

ছবি: ভোটার হালনাগাদ কার্যক্রম উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজা

রাজশাহীর বাঘা উপজেলায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে । মঙ্গলবার আড়ানী পৌরসভা চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজা।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২২ অক্টোবর) থেকে ১৩ নভেম্বর পর্যন্ত তথ্য সংগ্রহকারীরা উপজেলার দুটি পৌরসভা ও ৭টি ইউনিয়নের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। এ বিষয়ে ২৪ জন সুপার ভাইজার ও ৯৬ জন তথ্যসংগ্রকারী নিয়োগ করা হয়েছে। তারা ভোটারদের ছবিসহ ভোটার তালিকা নিবন্ধন করবেন।

উপজেলা নির্বাচন অফিসার মুজিবুল আলমের সভাপতিত্বে এদিন বিশেষ অতিথি ছিলেন, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, আড়ানী ইউনিয়ন আ.লীগের সভাপতি শহীদুজ্জামান শহীদ।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top