রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১

রাজশাহীতে প্রধানমন্ত্রীর ছবি বিকৃতির দায়ে জামায়াতকর্মী গ্রেপ্তার


প্রকাশিত:
৫ এপ্রিল ২০২১ ০২:৫৭

আপডেট:
৫ এপ্রিল ২০২১ ১৬:১১

ছবি: জামায়াতকর্মী রাকিবুল ইসলাম

রাজশাহীতে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি ফেসবুকে শেয়ার দেওয়ার অভিযোগে রাকিবুল ইসলাম (৩৫) নামে এক জামায়াতকর্মীকে ধরে পুলিশে দিয়েছেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

মহানগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বিষিয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেহেরচণ্ডি (পূর্বপাড়া) এলাকার আবুল কাশেমের ছেলে রাকিবুল কয়েকদিন আগে তার নিজস্ব ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি পোস্ট দেন।

বিষয়টি জানাজানি হলে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। শনিবার রাত সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয় রেল স্টেশনে রাকিবুল গেলে আওয়ামী লীগ নেতাকর্মীরা তাকে ধরে ফেলেন। এরপর পুলিশে খবর দিলে তাকে থানায় নিয়ে আসা হয়।

ওসি আরও জানান, প্রাথমিক জিঙ্গাসাবাদে রাকিবুল জামায়াতের রাজনীতির সাথে সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেছেন। যে ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি শেয়ার করা হয়েছে, সেটিও তার বলে তিনি স্বীকারোক্তি দিয়েছেন। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

আরপি/ এসআই-০১



আপনার মূল্যবান মতামত দিন:

Top