রাজশাহী সোমবার, ৯ই ডিসেম্বর ২০২৪, ২৬শে অগ্রহায়ণ ১৪৩১

গোদাগাড়ীতে বাস খাদে পড়ে অন্তত ৩০ জন আহত


প্রকাশিত:
২৩ অক্টোবর ২০১৯ ০৫:২৬

আপডেট:
৯ ডিসেম্বর ২০২৪ ১৬:১৯

ছবি: সংগৃহীত

রাজশাহীর গোদাগাড়ী সাফিনা পার্ক ঘুন্টি মোড়ের বাঁকে গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরেছেন অনেক যাত্রী। তবে এতে কেউ নিহত হয়নি।

জানা যায়, মঙ্গলবার রাত ১২ টার দিকে নাচোল হতে ছেড়ে আসা ঢাকাগামি শ্যামলী পরিবহন(ঢাকা মেট্রো-ব ১৪-৪৮৪৩) রাজশাহীর দিকে যাচ্ছিলো। গোদাগাড়ীর সাফিনা পার্ক ঘুন্টি মোড়ের দিকে আসতে লাগলে বাঁকে  বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে প্রায় ২৫-৩০ জন যাত্রী আহত হয়। তাৎক্ষনিকভাবে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, বাসটি খাদ থেকে উদ্ধার করে জব্দ করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top