কাশ্মীর ইস্যুতে রাজশাহীতে বিক্ষোভ-সমাবেশ

কাশ্মীরীরিদের বিশেষ অধিকার দেয়া সংবিধানের ৩৭০ ধারা বাতিল করেছে ভারত। এর প্রতিবাদে রাজশাহীতে এক বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় কাশ্মীরিদের গ্রেফতারের প্রতিবাদ জানানোসহ সংবিধানের ৩৭০ ধারা পুনর্বহালের দাবি জানানো হয়।
সর্বস্তরের তৌহীদী জনতার ব্যানারে শুক্রবার বাদ জুমা বিক্ষোভ মিছিল বের করে ধর্মপ্রাণ মুসলমানরা। মিছিলটি নগরীর লক্ষীপুর চৌরঙ্গী জামে মসজিদ থেকে রাজশাহী মেডিকেল কলেজ হয়ে মিন্টু চত্বরে এসে শেষ হয়।
মিছিল শেষে মাওলানা আইয়ুব আলীর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, মাওলানা আফজাল হোসেন, মাওলানা আব্দুল্লাহ আল মারুফ, মাওলানা মিজানুর রহমান প্রমুখ।
এসময় বক্তারা কাশ্মীরি মুসলমানদের গ্রেফতারের তীব্র প্রতিবাদ জানান। একইসঙ্গে ভারতের সংবিধানের ৩৭০ ধারা পুনর্বহাল করাসহ কাশ্মীরকে স্বাধীনতা ফিরিয়ে দেয়ার দাবি জানানো হয়। বক্তব্য শেষে কাশ্মীরের মুসলমানদের নিয়ে দোয়ার মাধ্যমে সমাবেশ সমাপ্ত করা হয়।
আরপি/আআ
বিষয়: বিক্ষোভ-সমাবেশ ভারত কাশ্মীর রাজশাহী
আপনার মূল্যবান মতামত দিন: