রাজশাহীতে হেরোইনসহ গ্রেপ্তার ১

রাজশাহীতে হেরোইনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার ব্যক্তির নাম মামুনুর রশিদ ওরফে মামুন (৪৪)। তিনি রাজশাহী মহানগরীর কাটাখালী থানার মোহনপুর এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে।
সোমবার সন্ধ্যায় নগরী চন্দ্রিমা থানার দাসমারী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়। মঙ্গলবার সকালে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এক কেজি ১০০ গ্রাম হেরোইনসহ মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে তার বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
আরপি/ এসআই-৮
আপনার মূল্যবান মতামত দিন: