রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

রাজশাহীতে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ


প্রকাশিত:
২৩ মার্চ ২০২১ ০০:২৬

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৫:১৪

অবৈধ স্থাপনা উচ্ছেদে রাসিকের অভিযান

সড়ক ও ফুটপাত দখলমুক্তকরণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদের লক্ষ্যে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত সড়ক ও ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদে এ অভিযান পরিচালনা করা হয়।

রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পালের নেতৃত্বে নগর ভবন হতে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান চত্বর, শিরোইল বাস টার্মিনাল হয়ে ভদ্রা স্মৃতি অম্লান মোড়, পদ্মা আবাসিক হয়ে অগ্রণী স্কুল হয়ে পুনরায় নগর ভবন পর্যন্ত রাস্তার উভয় পাশের ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযানকালে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪৩টি মামলা দায়ের করে ৮৭ হাজার ৬০০ টাকা অর্থদন্ড আদায় করা হয়।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ ও রাসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে রাসিকের জনসংযোগ বিভাগ।

 

আরপি/ এএন-০১



আপনার মূল্যবান মতামত দিন:

Top