রাজশাহীতে টেলিভিশন সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে টেলিভিশন সাংবাদিকতার ওপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এ কর্মশালার আয়োজন করে যোগাযোগ ও সাংবাদিকতা অধ্যয়ন বিভাগ।
বিভাগীয় প্রধান অধ্যাপক ড. দুলাল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে ভার্চ্যুয়াল পদ্ধতিতে এই কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেক।
কর্মশালায় টেলিভিশন সাংবাদিকতার ওপর প্রশিক্ষণ প্রদান করেন একাত্তর টেলিভিশনের বার্তা সম্পাদক পলাশ আহসান।
দিনব্যাপী এই কর্মশালায় রাজশাহীতে কর্মরত উদীয়মান ও শিক্ষানবিশ গণমাধ্যম কর্মীদের পাশাপাশি যোগাযোগ ও সাংবাদিকতা অধ্যয়ন বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানে বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোজ্জামেল হোসেন বকুল, কো-অর্ডিনেটর আবুজার, প্রভাষক আনিছুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন। কর্মশালার মিডিয়া পার্টনার ছিলো, অনলাইন সংবাদ মাধ্যম পদ্মাটাইমস টোয়েন্টিফোর ডটকম,রেনেসাঁস ডট নিউজ এবং দৈনিক সানশাইন।
আরপি / এমবি-১
বিষয়: রাজশাহী টেলিভিশন সাংবাদিকতা বিষয়ক কর্মশালা রাজশাহীতে টেলিভিশন সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
আপনার মূল্যবান মতামত দিন: