স্বপ্নবৃত্ত’র উদ্যোগে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নবৃত্ত’র উদ্যোগে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ করা হয়েছে। আজ শনিবার রাজশাহী মেডিকেল কলেজ মাঠে এসব বিতরণ করা হয়।
প্রতিষ্ঠাতা ও সভাপতি জান্নাতুল মাওয়ার সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম এর নেতৃত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কালের কন্ঠের রাজশাহী ব্যুরো প্রধান ও আরইউজের সভাপতি রফিকুল ইসলাম। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের পরিসংখ্যান বিভাগের প্রভাষক পারভেজ রানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-রাজশাহী রাজপাড়া থানার সাব-ইন্সপেক্টর রাজিউল ইসলাম, অফিসার্স ইনচার্জ মাহবুব ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনাটির প্রধান উপদেষ্টা ও শাহমখদুম কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. সাখাওয়াত হোসেন, বিশিষ্ট সমাজসেবী রোকেয়া বেগম, সাংবাদিক মো. সালাউদ্দিন,রাজপাড়া থানার প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ এবং সংগঠনটির সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বপ্নবৃত্ত’র সহ সভাপতি মো. শাহিনুর ইসলাম।
আরপি/ এসআই-৭
আপনার মূল্যবান মতামত দিন: